অগ্নিপথ প্রকল্প নিয়ে উত্তাল হয়েছিল দেশ। এর মধ্যেই নতুন অভিযোগ করলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। তাঁর দাবি, ‘স্বাধীনতার ইতিহাসে প্রথমবার জাতি দেখে সেনায় নিয়োগ করছে কেন্দ্র’। সঞ্জয় প্রশ্ন তুলেছেন, ‘সরকার অগ্নিবীর তৈরি করতে চাইছে, নাকি জাতিবীর’?
অগ্নিবীর প্রকল্পের নির্দেশিকায় আবেদনকারীর জাতি এবং ধর্মের শংসাপত্র চাওয়া হয়েছে। এতেই চটেছেন কেজরির দলের নেতা। তিনি বলেছেন, ‘ভারতের ইতিহাসে প্রথমবার হতে চলেছে, যখন সেনায় নিয়োগ করার জন্য জাত জানতে চাওয়া হচ্ছে’। এর পরই তিনি কেন্দ্রকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, ‘আপনারা কি অগ্নিবীর বানাতে চাইছেন, নাকি জাতিবীর’?
নির্দেশিকার একটি স্ক্রিনশট শেয়ার করে সঞ্জয় টুইটে লিখেছেন, ‘মোদী সরকারের নিন্দাজনক চেহারা দেশের সামনে এসে গিয়েছে। মোদীজি কি দলিত, ওবিসি এবং আদিবাসীদের সেনায় নিয়োগে উপযুক্ত মনে করেন না? ভারতের ইতিহাসে এই প্রথম সেনায় নিয়োগে প্রার্থীদের জাতির নাম বলতে হচ্ছে। মোদীজি, আপনি অগ্নিবীর তৈরি করতে চাইছেন, না জাতিবীর?’
তৃণমূলও এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে। দলের বর্ষীয়াণ সাংসদ সৌগত রায় লিখেছেন, ‘জাতিভিত্তিক সেনাবাহিনী তৈরির চেষ্টা করছে মোদী সরকার। সঞ্জয় একদম ঠিক কথা বলেছেন। অগ্নিপথ নিয়ে আগেও বিতর্ক তৈরি হয়েছে, এ বার আরও বড় বিতর্ক তৈরি হল। এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। এর মাধ্যমে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে বিজেপি’।