এক মাসের বেশি হয়ে গেল, কেন্দ্রীয় সরকার তাঁর সিঙ্গাপুর যাওয়ার কূটনৈতিক অনুমতি মঞ্জুর করছে না। ৬ জুন এই ব্যাপারে দিল্লী সরকার উপরাজ্যপাল মারফৎ কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। কিন্তু এখনও ছাড়পত্র মেলেনি। আর এ নিয়েই এবার ক্ষোভ উগরে দিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তাঁর প্রশ্ন, আমি কি ক্রিমিনাল? কেন আমাকে বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছেন না?
কেজরির দাবি, সিঙ্গাপুরে আগামী মাসে শহর বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানিয়েছে সে দেশের সরকার। তিনি সেখানে উন্নয়নের দিল্লী মডেল তুলে ধরতে চান। কিন্তু স্রেফ রাজনৈতিক কারণে তাঁকে অনুমতি দেওয়া হচ্ছে না। কারণ, আপ সরকারের সময় দিল্লিতে যেভাবে পিছিয়ে থাকা মহল্লার উন্নতি ঘটানো হয়েছে, মহল্লা ক্লিনিকের মাধ্যমে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া গেছে চিকিৎসা, সিঙ্গাপুরে তিনি তা তুলে ধরতে চান। তাতে দেশেরই সম্মান বাড়বে। কিন্তু কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশে অনুমতি দিচ্ছে না।
প্রসঙ্গত, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সংসদদের বিদেশ যেতে হলে কেন্দ্রের কাছ থেকে বিশেষ কূটনৈতিক অনুমতি নিতে হয়। এর আগে তিন বার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়ের বিদেশে যাত্রায় আপত্তি তোলে মোদী সরকার। প্রথমবার তাঁকে শিকাগো যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেখানে রামকৃষ্ণ মিশনে তাঁর যাওয়ার কথা ছিল। দ্বিতীয়বার আপত্তি তোলা হয়, মমতা যখন বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য শিল্পপতিদের নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর তৃতীয়বার আপত্তি তোলা হয় রোম সফরে। এবার একই সমস্যার সম্মুখীন কেজরিও। তাঁর প্রশ্ন, আমি একজন মুখ্যমন্ত্রী। কেন আমাকে বিদেশ যেতে অনুমতির জন্য এতদিন অপেক্ষা করতে হবে?
Read: ঘুমের মধ্যে খাদ্যনালিতে আটকে গেল কানের দুল – দ্রুত চিকিৎসায় একরত্তির প্রাণ বাঁচাল এন আর এস
Tweet: ঘুমের মধ্যে খাদ্যনালিতে আটকে গেল কানের দুল – দ্রুত চিকিৎসায় একরত্তির প্রাণ বাঁচাল এন আর এস
Arvind Kejriwal