শোরগোল বিজেপিশাসিত মধ্যপ্রদেশে। ভোটে জিততে এন্তার টাকা বিলিয়েছিলেন জনৈক নেতা। কিন্তু নির্বাচনে জিততে পারেননি তিনি। সেই কারণেই এবার দান করা টাকা ফেরত চাওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়া সেই ব্যক্তির বিরুদ্ধে। এমনকী টাকা গ্রামবাসীদের হুমকি দিয়ে টাকা চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।
উক্ত ঘটনাটি মধ্যপ্রদেশের নিমুচ জেলার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশের পরে মঙ্গলবার মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। যেখানে রাজু দাইমা নামে চিহ্নিত ব্যক্তি মনসা তহসিলের দেবরান গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ পদের নির্বাচনে পরাজয়ের পরে গ্রামবাসীদের থেকে টাকা ফেরত চাইতে দেখা গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিযুক্ত টাকা ফেরত দেওয়ার জন্য মানুষকে হুমকি দিচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন ভিডিওটি সম্ভবত গত সপ্তাহে শ্যুট করা হয়েছিল। এই ঘটনায় এলাকার সকলেই অবাক হয়ে গিয়েছেন এবং ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
এপ্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সুন্দর সিং কালেশ জানিয়েছেন, রামপুরা থানায় দাইমা এবং তার সহযোগী কানহাইয়া বানজারার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ২৯৪ (অশ্লীল কাজ) এবং ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) ধারার অধীনে একটি অপরাধ দায়ের করা হয়েছে। ভোটের সময় টাকা বিতরণের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আরও অভিযোগ যুক্ত হতে পারে বলে জানিয়েছেন পুলিশ সুপার।