একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সিংহভাগ শিবসেনা বিধায়ক। আর তার জেরেই হাতছাড়া হয়েছে মহারাষ্ট্রের গদি। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছে উদ্ধব ঠাকরেকে। এরই মধ্যে দলীয় সাংসদের চাপের মুখে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা ঘোষণা করতে বাধ্য হয়েছেন তিনি। এবার উদ্ধবের সেই সিদ্ধান্ত নিয়েই মুখ খুললেন বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। যশবন্ত জানিয়েছেন, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য জোর করা হয়েছে।
আসামের গুয়াহাটিতে প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যশবন্ত বলেন, ‘কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না, আমার লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।’ প্রাথমিকভাবে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থনের কথা ঘোষণা করলেও ১৬ জন শিবসেনা সাংসদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত থেকে সরে আসেন শিবসেনা সুপ্রিমো। এবং দ্রৌপদীকে সমর্থনের কথা ঘোষণা করেন। মঙ্গলবার তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমার দ্রৌপদীকে সমর্থন করার কথা নয়, কিন্তু আমরা সংকীর্ণ মানসিকতার নই।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে মহারাষ্ট্রে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপকে সামাল দিতে এবং দলীয় বিভাজন আটকাতেই নিজের অবস্থান বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন উদ্ধব। আর তা দেখেই বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন যশবন্ত। তিনি বলেন, ‘তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সমর্থন করছেন। আমি জানি, খুব শীঘ্রই আম আদমি পার্টি তাদের সিদ্ধান্ত জানাবে। বিরোধী শিবিরের একটি মাত্র রাজনৈতিক দল এনডিএ প্রার্থীকে সমর্থন করছে, এবং সেটা শিবেসনা। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বিরোধীদের বৈঠকে উপস্থিত ছিল না, তা সত্ত্বেও আমাকে সমর্থন করছে। আমাদের কাছে অনেক বিরোধী দলের সমর্থন রয়েছে।’