বিজেপি শাসিত আসামের পর এবার একটানা বৃষ্টির জেরে বিধ্বস্ত মোদী রাজ্য গুজরাত। জলমগ্ন রাস্তাঘাট, রেললাইন। যার ফলে দুর্ভোগের শিকার বহু মানুষ। গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে রাজ্যের অধিকাংশ নদী ও জলাধার। রাজ্যের বিজেপি সরকারের হাতের বাইরে পরিস্থিতি। এরই মধ্যে মৌসম ভবন জানিয়েছে, আজ থেকে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে গুজরাতে। গুজরাতের খেরা জেলার নাদিয়াদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ছোটা উদয়পুরে ভেঙে পড়েছে একটি সেতু।
গুজরাতের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, সেই জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখনও অবধি বৃষ্টি ও বন্যার কারণে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে। নিচু এলাকা থেকে অন্তত ৭০০ জনকে সরানো হয়েছে। ৯ হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জলমগ্ন আমদাবাদ, পালদি, যোধপুর, বোদাকদেভ, উসমানপুরার বিস্তীর্ণ এলাকা। প্রশাসন সূত্রে খবর, শুধুমাত্র অম্বিকাই নয়, নর্মদা নদীও উপচে পড়ছে। কার্জন ড্যামের ন’টি গেটই খুলে দেওয়া হয়েছে। প্রায় ২ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে সেখান থেকে। ফলে আশেপাশের অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।