মোদী জমানায় শিশুশ্রমের কালো ছায়া দেশে। খোদ সরকারি রিপোর্টই বলছে, বর্তমানে ভারতে এক কোটি শিশুশ্রমিক রয়েছে। শ্রম, বস্ত্র এবং দক্ষতা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির তরফে দাবি করা হয়েছে অবিলম্বে এদের স্বাভাবিক শৈশব ফিরিয়ে দেওয়া হোক, তাদের সমাজের মূল স্রোতে যুক্ত করা হোক। এই মর্মে মোদী সরকারের কাছে কমিটি অনুরোধ জানিয়েছে।
২০১১ সালে এই দেশে শেষ জনগণনা হয়েছে। তখনই দেখা গিয়েছিল শিশুশ্রমিকের সংখ্যা এক কোটির উপরে। কাজেই পরবর্তী দশ বছরে ও বিশেষ করে করোনাকাল ও লকডাউন ধরলে তা যে আরও বেড়েছে, এমনটাই মনে করছেন শিশ অধিকার কর্মীরা।
বিজেডি সাংসদ ভর্তৃহরি মাহতাবের নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটির এই আর্জি হাতে পেয়ে নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, দাবি সরকারি সূত্রের৷ শুধুমাত্র একটি মন্ত্রকের কাছে অনুরোধ পত্র না পাঠিয়ে ১৪টি কেন্দ্রীয় মন্ত্রককে একযোগে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। দেশের সব শিল্প প্রতিষ্ঠানে শিশুশ্রম নিষিদ্ধ— এই নিষেধাজ্ঞা জারির পরেও কী ভাবে এত বড় সংখ্যায় শিশুশ্রমিক রয়েছে, তা ভাবিয়ে তুলেছে কেন্দ্রীয় আমলাদের৷