মার্চ মাসের শেষেই পাহাড় সফরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করেছিলেন পাহাড়ের একাধিক রাজনৈতিক দলের সঙ্গে। তার পর জুনের শুরুতেই তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর মমতার পর এবার উত্তরবঙ্গ থেকে দলের কর্মীদের উদ্দেশে বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, মমতার সফরের আগে একটি ভিডিয়ো বার্তা দিয়েছিল কেএলও। একটি ভিডিয়ো বার্তায় কেএলও নেতা জীবন সিং মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরই আলিপুরদুয়ারের সভায় তা নিয়ে সরব হন মমতা। পাল্টা চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছিলেনও তিনি। এবার উত্তরের মাটি থেকে ফের তাঁর জবাব দিতে চায় তৃণমূল। তাই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আজকের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মূলত যে দুই জেলাকে নিয়ে এই সভা হচ্ছে সেই আলিপুরদুয়ারে তৃণমূলের ফল অত্যন্ত খারাপ। জলপাইগুড়িতে সে অর্থে ভাল ফল নেই। এই অবস্থায় আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অভিষেকের এই সফর। সফরে একদিকে যেমন সংগঠনকে শক্তিশালী করে তুলতে আগামী দিনে কীভাবে কাজ করবে দল সেই বার্তা দেবেন তিনি। অন্যদিকে, কীভাবে বিজেপি বিরোধীতায় দল সরব হবে সেই বার্তাও দেবেন।