ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ-সেক্টর ফাইভ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না তৃণমূলের কোনও সাংসদ-বিধায়ক। সোমবার তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে। মেট্রো প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো নিয়ে বিস্তর টানাপড়েন তৈরি হয়। অবশেষে রবিবার জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে রেল। সেই সঙ্গে ওই এলাকার সাংসদ ও বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হবে। সেই পর্যায়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে যায় মেট্রো রেলের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র।
উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে আমন্ত্রণ জানানো হয়। সকলেই শাসকদল তৃণমূলের প্রতীকে নির্বাচিত প্রতিনিধি। আমন্ত্রিত কোনও ব্যক্তিই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। কিন্তু তৃণমূল সূত্রে খবর, দলের কোনও সাংসদ বা বিধায়ক ওই অনুষ্ঠানে যাবেন না।
তবে বাংলার রাজনীতির কারবারিদের মতে, যে ভাবে একেবারে শেষ লগ্নে মেট্রো প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রেল কর্তৃপক্ষ, তাতে খুশি নন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তাই দল হিসেবে তৃণমূল ওই অনুষ্ঠান বয়কট করছে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আমন্ত্রণ পেলেও মুখ্যমন্ত্রীও মেট্রোর অনুষ্ঠানে যাবেন না। কারণ, তিনি দুপুরের বিমানে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।