মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে নয়া মোড়৷ শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনের আগেই কেন্দ্রীয় সরকার একাধিক বির্তকের মুখে পড়েছে৷ ফের নতুন করে মুখ পুড়ল মোদী সরকারের৷ সোমবার সকালে অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র প্রকাশ্যে আসতেই আবারও শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে৷
দেখা গিয়েছে, আমন্ত্রণপত্রের তালিকায় নাম নেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের। শুধু একমাত্র নাম আছে উত্তর কলকাতার সাংসদ ও শিয়ালদহ এলাকার বিধায়ক পরেশ পালের৷
এরপরই শুরু হয়ে যায় নানা জল্পনা৷ কারণ রবিবার সকাল পর্যন্ত মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি৷ বিতর্ক শুরু হলে এরপর এদিন বিকেলে আমন্ত্রণ পত্র পৌঁছে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ কিছু বিধায়কদের কাছে৷
কিন্তু সোমবার সকালে আমন্ত্রণ পত্রের তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল নাম নেই কারোরই৷ এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কী শুধু লোক দেখানোর জন্য মোদী সরকার আমন্ত্রণ পত্রের কথা বলেছিল? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে চাইছে?