সময়ের আগে উত্তুরে বৃষ্টি প্রবেশ করে ভাসিয়ে দিচ্ছে পাহাড়। দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ছিঁটেফোটা নেই। উপরন্তু নাজেহাল করা গরমে অস্বস্তিতে আছে সাধারণ মানুষ। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের জেরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা অবশেষে খুলে দিতে চলেছে দক্ষিণবঙ্গের বর্ষার ভাগ্য। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকে রোদ মেঘের খেলা চলছে কলকাতার আকাশে। তবে বেলা বাড়তেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভিজবে মহানগরী। নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গেই বদলে যাচ্ছে আবহাওয়া।
ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের শুরু থেকেই জাঁকিয়ে বসবে বর্ষা। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির তেজ বাড়বে। এই খবরে স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গের মানুষের মনে। উল্লেখ্য, এবছর এখনও সেভাবে বর্ষা তার তেজ দেখায়নি দক্ষিণে। দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে বৃষ্টি হলে সেই অস্বস্তি কিছুটা কাটবে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর।