দেশে গত কয়েক মাস ধরেই জ্বালানির আকাল। যার ফলে সারা দেশের যাত্রী পরিবহণ থেকে পণ্য পরিবহণ কার্যত স্তব্ধ। তৈরি হয়েছে তীব্র খাদ্য সংকট। সব মিলিয়ে শ্রীলঙ্কায় যেন দুর্ভিক্ষের পরিস্থিতি। যার ফলে শ্রীলঙ্কাবাসীর ক্ষোভ আছড়ে পড়েছে রাষ্ট্রপতি গোটাবায়ে রাজাপক্ষের দুয়ারে। ইতিমধ্যেই ‘বেপাত্তা’ তিনি। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের গদিও টলমল। এমন অরাজক পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে বসতে পারেন স্পিকার মাহিন্দা আবেয়াবর্ধনে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ১৩ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে রাজাপক্ষে পদত্যাগ করলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন স্পিকার। উল্লেখ্য, ১৩ জুলাই রাষ্ট্রপতি পদে রাজাপক্ষে ইস্তফা দেবেন বলে সে কথা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আগেই জানিয়েছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, সর্বদলের অন্তর্বর্তী সরকার তৈরি করা হবে শ্রীলঙ্কায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সাধারণ নির্বাচন করা হবে।