দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ, সোমবার উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রোর৷ কিন্তু এই মেট্রো পরিষেবা চালু নিয়ে যেন বিতর্কের শেষ নেই৷ রবিবার বিকেল পর্যন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে একাধিক প্রশ্নের মুখে কেন্দ্র৷ এরই মধ্যে ফের মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷
শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধনের আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্চবের বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল। তিনি রেলমন্ত্রীর করা একটি টুইটের জবাব দেন৷ যেখানে অশ্বিনী বৈঞ্চব বিজেপির করা একটি টুইট রিটুইট করেন৷ কুণাল প্রশ্ন তোলেন বিজেপির করা টুইট কি করে রেল মন্ত্রী রিটুইট করেন? তৃণমূল মুখপাত্র টুইটারে লেখেন, ‘এটা কি সত্যি নাকি মিথ্যে? মেট্রো রেল রিটুইট করেছে৷ কী করে বিজেপির হয়ে তাঁরা রাজনৈতিক টুইট করে৷ তাঁদের এটা নিয়ে যুক্তি দিতে হবে কী করে এটা সম্ভব হল?’ তাঁর এই টুইটের পর নতুন করে ফের রাজনীতি মহলে শোরগোল পড়ে গিয়েছে৷