এবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে সিএএ নিয়ে ফের সরব দলের মতুয়া নেতৃত্ব। শুধু তাই নয়। এবার এ বিষয়ে মোদী-শাহদের প্রতি সরাসরি আন্দোলনে নামার হুমকি দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। যা নিয়ে নতুন করে মতুয়া বিক্ষোভের শঙ্কা রাজ্য বিজেপি অন্দরে।
রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে সিএএ নিয়ে একটি চাঞ্চল্যকর পোস্ট করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীমবাবু। যার শেষাংশে তিনি লেখেন, ‘আমি আগেই বলে দিয়েছি, ২০২৪ সালের আগে যদি কেন্দ্রীয় সরকার সিএএ লাগু করে উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষার জন্য অনলাইনের মাধ্যমে প্রত্যেকের সিটিজেনশিপ কার্ডের ব্যবস্থা না করেন, তাহলে আমি আপনাদের সঙ্গে করে জীবন মরণ আন্দোলনের জন্য পথে নামব। সেই ভাবে আপনারা তৈরি থাকুন। হাজার হাজার শেয়ার করুন। সবাইকে জানিয়ে দিন।’ নিজের পোস্টে অসীম সরকার টেনেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামও। স্বাভাবিকভাবেই এ নিয়ে অস্বস্তিতে পড়েছে দল।