নরেন্দ্র মোদী-অমিত শাহের দল এখন দেশের সবচেয়ে স্বচ্ছল পার্টি। তাঁদের আর্থিক স্বাস্থ্য সবার থেকে ভাল। কিন্তু সেই বিজেপির-ই বাংলা শাখায় ভাঁড়ে মা ভবানী দশা! কেন? কারণ সূত্রের দাবি, দিল্লি বিজেপি টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। জানা গিয়েছে, দীনদয়াল উপাধ্যায় মার্গ যে টাকা পাঠিয়েছিল ভোট ও রাজ্য পার্টির কাজ পরিচালনার জন্য, সেই টাকার হিসেব দিতে পারছে না বঙ্গ বিজেপি।
বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় পার্টি অডিট করতে গিয়ে সমস্যায় পড়েছে। কারণ উনিশের লোকসভা থেকে একুশের বিধানসভা ভোট পর্যন্ত পর্যাপ্ত টাকা পাঠিয়েছিল তারা। কিন্তু তার যথাযথ হিসেব যায়নি রাজ্য থেকে। বারবার চাওয়া সত্ত্বেও তা পাঠায়নি মুরলীধর সেন লেন।
ফলে বাংলা বিজেপিকে ‘জব্দ’ করতে মাসিক অনুদান পাঠানোই বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। যে কারণে নাকি দেনার দায়ে পড়তে হয়েছে রাজ্য বিজেপিকে।
এও জানা যাচ্ছে, রাজ্য বিজেপি দফতরে পাওনাদাররা প্রায়ই আসছেন। কিন্তু আজ দেব, কাল দেব করে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাঁদের। এমনিতে বিজেপিতে ফাইভ স্টার ঠাটবাট লেগেই রয়েছে। অমিত শাহ বা জেপি নাড্ডা আসা মানেই নিউটাউনের বিলাসবহুল হোটেলে দলীয় বৈঠক, খাওয়া-দাওয়া। সেসবেরও বিল বকেয়া রয়েছে বলে খবর। ক্যাটারিংয়েরও বিল বকেয়া বলে জানা গিয়েছে।