ফের তুঙ্গে জল্পনা। এবার তেলেঙ্গানার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোর গুঞ্জন শুরু হল রাজনৈতিক মহলে। মহারাষ্ট্রের পর তেশেঙ্গানাতেও সরকার পড়বে, এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। রবিবার সাংবাদিক সম্মেলনে তেলেঙ্গানা বিজেপির রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় বলেন, “মুখ্যমন্ত্রী কেসিআর কীভাবে জানেন বিজেপি জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে কী নিয়ে আলোচনা হয়? আপনি এমন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বলছেন যে বিজেপির কোনও কৌশল নেই৷ যদি বিজেপির কোনও কৌশল না থাকে তাহলে ১৮টি রাজ্যে কীভাবে ক্ষমতায় থাকবে? মুখ্যমন্ত্রী যে ভাষা ব্যবহার করছেন তা খুবই লজ্জাজনক।”
পাশাপাশি, বিজেপি রাজ্য প্রধান বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী কেসিআরের মধ্যে পার্থক্য রয়েছে। “আপনি কি দেশ কি নেতা (দেশের নেতা)? এবং আপনি নিজেকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তুলনা করছেন। প্রধানমন্ত্রী মোদী দিনে ১৮ ঘন্টা কাজ করেন এবং আপনি (কেসিআর) এমনকী আপনার খামারবাড়ি থেকে বের হন না”, বলেন করিমনগরের সাংসদ সঞ্জয় । তেলেঙ্গানায় ক্ষমতাসীন টিআরএস এর উপর ক্রমশ চাপ বাড়াতে বর্তমানে একাধিক কৌশল নিচ্ছে বিজেপি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।