উপরাষ্ট্রপতি নির্বাচন বিরোধী শিবিরের পক্ষ থেকে মহিলা প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধী শিবিরের তরফ থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর নাম নিয়ে প্রাথমিক স্তরের আলোচনার পর্ব সারা হয়ে গেছে। তবে এখনও নিজেদের প্রার্থীর নাম প্রকাশ করতে চান না বিরোধী নেতারা। বিজেপি তথা সরকার পক্ষের তরফ থেকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণার পরেই নিজেদের তুরুপের তাস বার করতে চান বিরোধীরা।
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহার প্রচারের কাজ তুঙ্গে। দেশের বিভিন্ন রাজ্যে তিনি প্রচার করতে যাচ্ছেন। তবে বাংলাতে যশবন্ত প্রচারে আসবেন না বলেই ঠিক হয়েছে। সূত্রের খবর, তৃণমূল শিবিরের পক্ষ থেকে যশবন্তকে আশ্বস্ত করা হয়েছে যে তৃণমূলের সমস্ত বিধায়ক এবং সাংসদদের ভোট তিনি পাবেনই। সঙ্গে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এবং রাজ্যের তিনজন বিজেপি সাংসদের ভো ও যশবন্তের ঝুলিতে যাবে।
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় বিধায়কদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদরা ও রাজ্যের বিধানসভা ভবনের ভোটগ্রহণ কেন্দ্রেই ভোট দেবেন। অন্যদিকে বিজেপি তাদের দেশের সমস্ত সাংসদকে আগামী সপ্তাহে দিল্লিতে তলব করেছে। ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের দুদিন আগেই ১৬ ও ১৭ জুলাই সাংসদদের নিয়ে একটি শিবির করবে বিজেপি।