সম্প্রতি রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে সেই ফলের ভিত্তিতেই পড়ুয়ারা পেতে পারেন একের পর এক স্কলারশিপের সুবিধা। যেগুলি মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের পড়াশোনা করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তেমনই একটি জলপানি হল ‘নবান্ন স্কলারশিপ’। এটি ‘উত্তরকন্যা স্কলারশিপ’ হিসেবেও পরিচিত। খুব সহজেই নিজেদের ফলাফলের ভিত্তিতে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। সর্বোপরি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতকস্তরের পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা পাবেন। এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে পেতে হবে ৬০ শতাংশ নম্বর। এছাড়াও, স্নাতকস্তরের যে কোনো শাখায় ৫৫ শতাংশ নম্বর পেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন পড়ুয়ারাও নবান্ন স্কলারশিপের সুবিধা পাবেন।
উল্লেখ্য, এই জলপানির মাধ্যমে প্রতি বছর সর্বনিম্ন ১০,০০০ টাকা পাবেন পড়ুয়ারা। যদিও, বিভিন্ন কোর্সের সময়সীমা এবং সেগুলির খরচ অনুযায়ী ও শেষ পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে এই স্কলারশিপে টাকার পরিমাণ বাড়তে পারে। আবেদনের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হল :
১) নবান্ন স্কলারশিপের আবেদনপত্র।
২) সেল্ফ ডিক্লেয়ারেশন কপি।
৩) পরীক্ষার মার্কশিট।
৪) কোনো সরকারি গেজেটেড অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৫) বর্তমান কোর্সে ভর্তির রশিদ।
৬) পাসপোর্ট সাইজের ছবি।
৭) এলাকার বিধায়কের কাছ থেকে প্রাপ্ত শংসাপত্র।
নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে www.wbcom.gov.in-এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর আবেদনপত্র পূরণ করে ঐ আবেদনপত্রটির নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ছবিটি বসাতে হবে। তারপর সেটি অফলাইনে জমা দিতে হবে। মূলত, আবেদনকারী নিজে কিংবা তার কোনো অভিভাবক নির্দিষ্ট ঠিকানায় গিয়ে আবেদনপত্রটি জমা করে রিসিভড কপিটি কাছে রাখবেন।
নবান্নের ক্ষেত্রে আবেদনপত্র জমা দিতে হবে এই ঠিকানায় :
নবান্ন, ফোরটিনথ ফ্লোর, ৩২৫ শরৎ চ্যাটার্জি রোজ, শিবপুর, হাওড়া, ৭১১১০২
উত্তরকন্যার ক্ষেত্রে আবেদনপত্র জমা দিতে হবে এই ঠিকানায় :
উত্তরকন্যা, স্যাটেলাইট টাউনশিপ, ফুলবাড়ি, জলপাইগুড়ি-৭৩৪০১৫
প্রসঙ্গত, আবেদনের শেষ তারিখ হিসেবে এখনও কোনো নির্দিষ্ট দিন উল্লেখ করা হয়নি। মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকস্তরের পড়ুয়াদের ক্ষেত্রে আরও একটি স্কলারশিপের সুবিধা রয়েছে। যেটির নাম হল ‘বিকাশ ভবন স্কলারশিপ’ কিংবা ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’। এই স্কলারশিপে ৫ হাজার টাকা পর্যন্ত পাবেন যোগ্য পড়ুয়ারা। পাশাপাশি, এটির আবেদন চলবে ২০২৩-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তবে, যাঁরা এই স্কলারশিপে আবেদন করবেন, নবান্ন স্কলারশিপের সুবিধা পাবেন না তাঁরা।