শনিবারই করোনা আক্রান্ত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এদিন রাতেই ফের মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। অমর্ত্যর দাবি, রাজনৈতিক সুবিধা পেতে দেশে হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে।
এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান অর্থনীতিবিদ। ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, ‘ভারতীয়দের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। এদেশের হিন্দু ও মুসলমানের সহাবস্থানে ফাটল ধরানো হচ্ছে রাজনৈতিক সুবিধার জন্য’। সেই সঙ্গে দেশে স্বাধীন চর্চায় কোপ পড়ছে বলেও আক্ষেপ করতে দেখা যায় তাঁকে।
বর্তমানে শান্তিনিকেতনের বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন অমর্ত্য। সেখান থেকেই ভিডিও বার্তায় বলেন, ‘স্বাধীনতার আগে দেখতাম মানুষকে দমিয়ে রাখতে নিরপরাধ লোকদেরও জেলে ভরে রাখা হত। তখন আমি তরুণ। এরপর দেশ স্বাধীন হল। কিন্তু বিনা অপরাধে কারাবন্দি করার ঘটনা আজও ঘটে চলেছে’।
পাশাপাশি অমর্ত্যর কথায়, ‘আমি চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক। এই দেশ ঐতিহাসিক ভাবেই উদার। এখানে কোনও বিভাজন চাই না’। শনিবারও বিভাজনের কথা উঠে এল তাঁর কথায়।