আচমকা অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। শনিবার গভীর রাতে তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে হাসপাতালেই রয়েছেন তিনি। আজই ছাড়া হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।
শনিবার মধ্যরাতে হঠাৎই পেটে ব্যাথা অনুভব করতে শুরু করেন তিনি। এরপর যত সময় এগোয়, তত ব্যাথা বাড়তে থাকে। তাই আর দেরি না করে গতকাল গভীর রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
সকাল থেকে তাঁর পেটের পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। বেশ কিছু ওষুধও দেওয়া হয়েছে তাঁকে। তবে হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী। চলতি বছরে ফের করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনে ছিলেন তিনি।