গান্ধী পরিবারের দুই সদস্য তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ মানেকা ও বরুণ গান্ধী কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন? এমন জল্পনাই শুরু হয়ে গিয়েছে রাজধানীর রাজনৈতিক মহলে। সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁদের। এমনকী, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাঁরা দুজনেই বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দেবেন বলেই ঠিক করেছেন। এবং তাঁদের এই সিদ্ধান্তের পিছনে তৃণমূলের ভূমিকা রয়েছে বলেই জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে মা-ছেলের সম্পর্ক তলানিতে। সাম্প্রতিককালে একাধিকবার বরুণকে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হতেও দেখা গিয়েছে। মানেকা বিশেষ মুখ না খুললেও বিজেপিতে অনেকদিন ধরে কোণঠাসা হয়ে রয়েছেন তিনিও। বরুণ-মানেকার পাশাপাশি বাংলার চার বিজেপি সাংসদও তৃণমূলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বলেই সূত্রের খবর।
আবার কংগ্রেসের তিন লোকসভা সাংসদ এবং রাজ্যসভার চারজন প্রাক্তন সাংসদ নিয়মিত তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। যে কোনওদিন তাঁরা কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নিতে পারেন, এমন সম্ভাবনাও প্রবল। যে তিন লোকসভার সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা প্রত্যেকেই রাজনীতির আঙিনায় অত্যন্ত পরিচিত মুখ। রাজ্যসভার যে সমস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ তৃণমূলের হাত ধরার ইচ্ছা প্রকাশ করেছেন, তাঁরা দলের বিক্ষুব্ধ গোষ্ঠী জি-২৩-র সদস্য বলেই জানা গিয়েছে।