রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের দ্বিতীয় পক্ষের স্ত্রী সাধনা গুপ্তা যাদব। গুরুগ্রামের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিন আগে ফুসফুসের রোগ নিয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
সূত্রের খবর বেশ কয়েকদিন আগে ফুসফুসের রোগ নিয়ে মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম পত্নী। শারীরিক অবস্থার অবনতি হয় গত চারদিন আগে। এরপর চিকিৎসকরা তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করে। কিন্তু, অবস্থার আরও অবনতি হলে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মুলায়মের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন সাধনা গুপ্তা যাদব। তাঁর ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব ভারতীয় জনতা পার্টির নেত্রী। মুলায়মের প্রথম পক্ষের স্ত্রী এবং অখিলেশ যাদে মা মালতি যাদব ২০০৩ সালে প্রয়াত হন। সেই সময় সাধনা গুপ্ত যাদব সম্পর্কে খুব বেশি মানুষ জানতেন না। ওই বছরেই সাধনাকে স্ত্রীর মর্যাদা দেন মুলায়ম।
সাধনা গুপ্তা যাদবের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের স্ত্রী সাধনা গুপ্তার মৃত্যুর দুঃখজনক সংবাদ পেয়েছি। ঈশ্বর মুলায়ম ও তাঁর পরিবারকে শোক সামলানোর শক্তি যাতে দেয়’।