ফের ক্রিকেটের ময়দানে নেমে এল বর্ণবিদ্বেষের করাল ছায়া। এজবাস্টনে ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট চলাকালীন বর্ণবৈষম্যমুলক আক্রমণের মুখে পড়লেন ভারতীয় সমর্থকরা। বেশ কিছু সমর্থক টুইট করে সেই আক্রমণের কথা জানিয়েছেন। তদন্ত করা হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারত আর্মি নামে একটি সমর্থকদের সংগঠন টুইট করে লেখে, “আমাদের বহু সমর্থককে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে। এজবাস্টন স্টেডিয়ামের কর্তৃপক্ষের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। ধন্যবাদ সেই সব ইংরেজ সমর্থককে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল।” ইংল্যান্ডের পুলিশ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তদন্তের আশ্বাস দিয়েছিলেন। এজবাস্টন স্টেডিয়ামের কর্তারাও তদন্তে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। এজবাস্টন টেস্টে মাঠেই ভারতীয় সমর্থকদের বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। শনিবার বার্মিংহাম পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তির বয়স ৩২ বছর। তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সোমবার ভারতীয় সমর্থকদের বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়। বেশ কিছু সমর্থক টুইট করে সেই আক্রমণের কথা জানিয়েছিলেন। ভারত আর্মি নামে একটি সমর্থকদের সংগঠন টুইট করে লিখেছিল, ‘আমাদের বহু সমর্থককে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে। এজবাস্টন স্টেডিয়ামের কর্তৃপক্ষের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। ধন্যবাদ সেই সব ইংরেজ সমর্থককে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল।’ এক ভারতীয় সমর্থক জানিয়েছিলেন, তাঁদের যে সময় বর্ণবিদ্বেষী আক্রমণ করা হচ্ছিল, সেই সময় মাঠে থাকা নিরাপত্তারক্ষীদের নজরে আনা হয় বিষয়টা। কিন্তু তাঁরা কোনও রকম পদক্ষেপ করেননি।