ফের বিতর্কে মোদী সরকার। বেঙ্গালুরুতে ইপিএফও-এর অছি পরিষদের ২৩১ তম বৈঠকের দিন নির্ধারিত হয়েছিল ৮ ও ৯ই জুলাই। ন্যূনতম মাসিক অবসরকালীন ভাতা বাড়ানোর প্রশ্নে ইপিএফও-এর অছি পরিষদের বৈঠক উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই বৈঠক পিছিয়ে দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জানা যাচ্ছে, আগামী ২৯ এবং ৩০ জুলাই বৈঠকের দিন ঠিক হয়েছে। তবে এবার বেঙ্গালুরুর পরিবর্তে দিল্লীতে বসবে বৈঠক। বিষয়টি আদালতের বিচারাধীন বলে এড়িয়ে গিয়েছে মোদী সরকার। সাব-কমিটি গঠন করেই দায় সেরেছেন শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব।
উল্লেখ্য, ইপিএফও-এর অছি পরিষদের সদস্য তথা এআইইউটিইউসি-এর সর্বভারতীয় নেতা দিলীপ ভট্টাচার্য অভিযোগ করছেন, পেনশন বাড়ানোর বিষয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা করে চলেছে মোদী সরকার। এবার তারা সরাসরি মন্ত্রীর কাছে এই বিষয়ে বিশদে জানতে চাইবেন বলেও জানা গিয়েছে। বর্তমানে অবসরপ্রাপ্ত একজন ইপিএফ গ্রাহক নূন্যতম এক হাজার টাকা অবসরকালীন ভাতা পান। বহুদিন যাবৎ অবসরকালীন ভাতার টাকার অঙ্ক বাড়ানোর দাবিতে সর্বভারতীয় বিভিন্ন শ্রমিক সংগঠন আন্দোলন চালাচ্ছে। শ্রম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিও ইপিএফ গ্রাহকদের ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির বিষয়ে একাধিকার সুপারিশ করেছে। তবে সুপারিশই সার। সুরাহা মেলেনি কিছুই। যা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।