আজ জ্যোতি বসুর জন্মদিন। এদিন বিধানসভায় পালিত হল এই বিশেষ দিন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ১০৯ তম জন্মদিবসে তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ আরও অনেকে।
এদিন, জ্যোতি বসুর হাতে গড়া সিপিএমের কোনও প্রতিনিধি বিধানসভায় না থাকায় আক্ষেপ করেন স্পিকার। তিনি বলেন, আমাদের সঙ্গে সিপিএমের রাজনৈতিক বিরোধ ছিল, আছেও। কিন্তু সেই দলের কোনও প্রতিনিধি রাজ্য বিধানসভায় নেই, এটা ভাল লাগে না। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীনই ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে গুলি চলে। তাতে ১৪ জনের মৃত্যু হয়। সেই প্রসঙ্গের উল্লেখ করে স্পিকার বলেন, সেদিন ওই গুলি চালনার ঘটনা না ঘটলেই ভাল হত।
অন্যদিকে, ফিরহাদ বলেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও আমরা গুণী মানুষদের শ্রদ্ধা জানাই। এটাই তৃণমূলের সংস্কৃতি। অটলবিহারী বাজপেয়ী জীবিত থাকাকালীনই বাবরি মসজিদ ধ্বংস হয়। তার পরেই জ্যোতিবাবু তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ীর সামনেই বলেছিলেন, বিজেপি একটা অসভ্য, বর্বর দল। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সেই কথা স্মরণ করেই বলেন, জ্যোতিবাবু ঠিকই বলেছিলেন।