সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর সুস্থ হয়ে দেশের জার্সিতে মাঠে ফিরেই বিশ্বরেকর্ড করলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসাবে টানা ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করলেন তিনি। ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারাতেই অধিনায়ক রোহিতের মুকুটে যুক্ত হল নতুন পালক। আফগানিস্তানের আসগর আফগান অধিনায়ক হিসাবে টানা ১২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছিলেন। সেই রেকর্ডই ভাঙলেন তিনি। রোহিত অধিনায়ক হওয়ার পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে সাফল্যের মধ্যে রয়েছে ভারতীয় দল। রোহিতের নেতৃত্বে টানা ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের প্রতিপক্ষদের মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড।
পাশাপাশি উল্লেখ্য, পূর্ণ সময়ের নেতৃত্ব পাওয়ার পর রোহিতের নেতৃত্বে এখনও টি-টোয়েন্টি ম্যাচ হারেনি ভারত। নিজের নেতৃত্বের নজিরের থেকেও রোহিত বেশি খুশি দলের সাফল্যে। তিনি বলেছেন, “প্রথম ছয় ওভারের পাওয়ার প্লে খুব গুরুত্বপূর্ণ। আমরা সেটা ভাল ভাবে কাজে লাগাতে পেরেছি। পাওয়ার প্লে-তে এমন খেলাই দরকার। এই ধরণের ক্রিকেটে অনেক সময় প্রত্যাশা মতো সব কিছু হয়, আবার অনেক সময় হয় না। সব ব্যাটারেরই বোঝা দরকার দল তার কাছ থেকে কী চাইছে। আমরা সকলেই প্রথম ম্যাচে সেটা করতে পেরেছি।” ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দু’টি টি-টোয়েন্টি ম্যাচেও দল ছন্দ ধরে রাখতে পারবে, এমনই আশা করছেন ভারত অধিনায়ক।