বুধবারই আবারও দাম বেড়েছে রান্নার গ্যাসের। এক ধাক্কায় ৫০ টাকা দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। এই বিষয়েই অভিনব প্রতিবাদে সামিল হলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
শুক্রবার শিলিগুড়ির সফদর হাসমি চকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের তরফ থেকে প্রধান সড়কের উপর উনুন জ্বালিয়ে রান্না করা হয়। রাস্তার উপরেই ভাত, ডাল এবং তরকারি রান্না করা হয়। সঙ্গে স্লোগান, ‘সুখ আমাদের ছাড়ছে, গ্যাসের দাম বাড়ছে।’ প্রতিবাদীদের দাবি, যেভাবে গ্যাসের দাম বাড়ছে, তাতে এবার থেকে উনুনেই রান্না করতে হবে। তাই এভাবে প্রতীকী প্রতিবাদ করছেন তাঁরা।
চন্দ্রিমা জানিয়েছেন, ‘মেয়েদের রান্নাঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে কেন্দ্র। প্রতীকী প্রতিবাদ এটা আমাদের। আমরা মধ্যযুগে চলে যাচ্ছি। আমাদের উনুন জ্বালানো শিখতে হবে। উনুন অনেকেই বাড়িতে জন্ম থেকে দেখেনি, সেই পাঠশালার আয়োজন আমরা করলাম। অনেক বর দিয়েছিলেন, সেই বর আজ কোথায় এসে দাঁড়িয়েছে সেটাই মোদিজীর কাছে আমাদের প্রশ্ন। আমরা কি আচ্ছে দিনে আছি সেটা মোদীজি স্বচক্ষে দেখুন।’