গত কয়েক বছর ধরেই কিডনি এবং হার্টের সমস্যায় ভুগছেন তিনি। এরমধ্যেই গত ৪ জুলাই বাড়িতে সিড়ি থেকে পড়ে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হয় লালুপ্রসাদ যাদবের। প্রাক্তন রেলমন্ত্রীকে দ্রুত পাটনার এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষায় দেখা যায়, তাঁর ডান কাঁধের হাড়ে চিড় ধরেছে। এরপরই উন্নত চিকিৎসার জন্য লালুকে দিল্লী এইমসে নিয়ে যাওয়া হয়। এবার জানা গেল, তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি ঘটছে। শুক্রবার সকালে আরজেডি সুপ্রিমোর একধিক ছবি প্রকাশ করেছেন মেয়ে মিসা ভারতী। হাসপাতালে তোলা ওই ছবিতে লালুপ্রসাদ যাদবকে হাসতেও দেখা গিয়েছে।
শুক্রবার সকালে লালুপ্রসাদের ছবি টুইট করে মিসা ভারতী লেখেন, ‘দিল্লী এইমসের চিকিৎসা পরিষেবা এবং সকলের প্রার্থনার জোরে লালুপ্রসাদের স্বাস্থ্য অনেকটা উন্নতি হয়েছে। এখন তিনি বিছানায় উঠে বসতে পারছেন। সাহায্য নিয়ে দাঁড়াতেও সক্ষম তিনি। সমস্যার মোকাবিলা সফলভাবে করার কৌশল তিনি ভালই জানেন। দয়া করে কোনও জল্পনায় কান দেবেন না।’ লালুপ্রসাদের সুস্থতা প্রসঙ্গে মুখ খুলেছেন তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও। বলেন, ‘তিনি সুস্থতার পথে রয়েছেন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন। আমরা সকলেই ওঁর সুস্থতার প্রার্থনা করছি। আশা করছি তিনি দ্রত বাড়ি ফিরবেন।’ উল্লেখ্য, বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছিলেন, আংশিক কোমায় রয়েছেন লালুপ্রসাদ। তবে শুক্রবার সকালে মিসার টুইট করা ছবিতে তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ার লক্ষণ স্পষ্ট।