গত বুধবার নবান্নে তাঁর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের অনিত থাপা জানিয়েছিলেন, ‘আমি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছি, তিনি যেন শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তিনি রাজি হয়েছেন।’ এবার সেই মতোই জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১২ জুলাই দার্জিলিংয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন জিটিএ-র চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনিত।
প্রসঙ্গত, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানান অনিত। তিনি বলেন, পাহাড় বাংলার সঙ্গেই আছে। উত্তরবঙ্গকে আলাদা করার যে দাবি বিজেপি করছে, তা আমাদের কুড়ি বছর পিছিয়ে দিয়েছে। পরে অনিত সাংবাদিকদের বলেন, শপথের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। তাঁর সঙ্গে জিটিএ নিয়ে আলোচনা হয়েছে। তাঁর মতে, এতদিন পাহাড়ে আবেগের রাজনীতি হত। প্র্যাক্টিক্যাল রাজনীতি হত না। জিটিএতে পুরো ব্যবস্থাই ভেঙে পড়েছে। সেটা ঠিক করতে হবে। রাজ্য সরকারের সঙ্গে মিলেই কাজ করব। পাহাড়ের মানুষও সেটা বুঝেছেন বলেই ভোটে আমাদের সমর্থন করেছেন।