ভারতে থাকা আর সম্ভব হচ্ছে না। তাই দেশ ছেড়ে চলে যেতে চান জনপ্রিয় সঙ্গীতশিল্পী লাকি আলি। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। লাকি আলির অভিযোগ, তাঁর পৈত্রিক জমি বেদখল করে নিচ্ছে জমি মাফিয়ারা। সরকার কোনও সাহায্য করছে না। তাই দেশ ছেড়ে চলে যেতে চান তিনি।
নিজের ফেসবুক পোস্টে লাকি আলি জানিয়েছেন, তাঁর পৈতৃক জমি জোর করে দখল করা হয়েছে। ক্ষমতার বলে বেদখল হয়ে যাওয়া সেই জমিকে ফেরত পাওয়ার জন্য একাধিকবার তিনি সরকারের দ্বারস্থ হয়েছেন। তা সত্ত্বেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার মতো বড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলেও জানিয়েছেন। সুরাহা না হলে এই প্রিয় দেশ ছেড়ে তাঁকে বাধ্য হয়েই চলে যেতে হবে বলে জানান লাকি আলি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আগেও বলেছি, আবারও বলছি। যদি আমাদের সরকা জমি মাফিয়াদের বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেয় তাহলে আমি বড় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য় হব। এই জমি মাফিয়ারা আমার ১০০ একরের উপর পৈতৃতক জমি বেদখল করে রেখেছে। মোটা টাকা খরচ করে এবং ভুয়ো সাক্ষী দিয়ে বিচারব্যবস্থাকেও প্রভাবিত করে ফেলেছে তাঁরা। এদের সঙ্গেই জড়িত রয়েছে কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিক’।
এরপরই লাকি আলির হুঁশিয়ারি, ‘যদি এই জমি ফেরত না পাই এবং সরকার কোনও পদক্ষেপ গ্রহণ না করে তবে আমি এই দেশকে বিদায় জানাতে বাধ্য হব। এই সুন্দর দেশ, যাকে আমি নিজের বাড়ি মনে করি, সেটি ছেড়ে চলে যাব। আর ফিরে আসব না। কথা দিচ্ছি। ২০২২ সাল থেকে এই সমস্যা ভোগ করছি’।