অবশেষে ইতি পড়ল লড়াইয়ে। বিফলে গেল চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সকালে গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে জাপানের নারা শহরের হাসপাতালে ভর্তি করা হয়। পশ্চিম জাপানের এই শহরেই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়ই অতর্কিতে তাঁর উপর হামলা হয়। পিছন থেকে শিনজো আবেকে লক্ষ্য করে গুলি করে আততায়ী। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর। এরপর হাসপাতালে শিনজো আবের অবস্থা অতি সংকটজনক হওয়ার খবর জানান বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, “চিকিৎসকরা তাঁর প্রাণ বাঁচানোর সমস্তরকম প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু, বর্তমানে তাঁর অবস্থায় অত্যন্ত সংকটজনক।”
প্রসঙ্গত, শুক্রবার সকাল স্থায়ী সময় সকাল ১১টা নাগাদ পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। সেই সময় আততায়ী প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জাপান সংবাদমাধ্যম সুত্রে জানা যায়, প্রাক্তন প্রধানমন্ত্রীর গলায় গুলি লাগে। মোট দু’টি গুলি ছোঁড়া হয় আবেকে লক্ষ্য করে। গুলিবিদ্ধ হওয়ার পর রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় শিনজোকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গুলিবিদ্ধ হওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও জানা যায়। উল্লেখ্য, বিগত ২০২০ সালে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শিনজো আবে। ইস্তফার পিছনে শারীরিক অসুস্থতায় প্রধান কারণ বলে জানিয়েছিল জাপানের জাতীয় সংবাদসংস্থা এনএইচকে। প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বলে সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়। এর প্রভাব সরকারি কাজে পড়েছিল বলেও জানিয়েছিল উক্ত সংবাদমাধ্যম।