জুন শেষ হয়ে জুলাই ঢুকল, বৃষ্টির নাম বা গন্ধ কিছুই বিশেষ দেখা যাচ্ছে। উপরন্তু ঘোর বর্ষার মাসে গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এহেন গরমে ভাইবোনেদের মাঝে হোক বা পাড়ার ক্লাবে বন্ধুদের মধ্যে, টেবিল ফ্যানের সামনে বসে হাওয়া খাওয়া নিয়ে ঠেলাঠেলি, মারামারি, ঝগড়া তো হয়েই থাকে। কিন্তু টেবিল ফ্যানের সামনে বসে হাওয়া খাওয়ার জন্য গুলি! এহেন তাজ্জব কাণ্ড কখনও কেউ শুনেছে? এমনটাই ঘটেছে, উত্তর দিনাজপুরে। গুলিতে আহত ২ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জের কালুগছ গ্রামে।
অভিযোগ, এলাকার একটি চায়ের দোকানে সকালবেলা চা খাওয়ার সময় টেবিল ফ্যানের সামনে বসার জন্য ঝামেলা শুরু হয় দুই দলের মধ্যে। সেই ঝামেলা মিটেও যায় তখন। কিন্তু তারপর ওই দিন দুপুরবেলা একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রসহ গ্রামের মধ্যে এলোপাথাড়ি ছররা গুলি চালাতে থাকে বলে অভিযোগ। গুলিতে আহত হয় দুই কিশোর। তারা এখন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা অভিযোগ করছেন কায়সার আলম নামে এলাকার এক দুষ্কৃতীই এই কাণ্ডের পিছনে রয়েছেন। রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত করছে।