অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আর তা নিয়েই গোটা দেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। মোদী সরকারের ‘চুক্তিভিত্তিক সেনা’ নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে গত মাসে টানা দুসপ্তাহ ধরে উত্তর ও পশ্চিম ভারতের একাধিক রাজ্যে লাইফলাইন রেলপথ স্তব্ধ হয়ে গিয়েছিল। আর এবার এই প্রকল্পের জেরে বেআব্রু হয়ে গেল মোদী জমানায় দেশের বেকারত্বের ছবিটা।
ভারতীয় বায়ুসেনা তিন হাজার অগ্নিবীর নিয়োগ করবে। সেখানে চাকরি করার জন্য সাড়ে সাত লক্ষ আবেদন জমা পড়েছে। এই পরিসংখ্যান তুলে ধরে বিজেপি যখন অগ্নিপথের জনপ্রিয়তা তুলে ধরছে তখন পাল্টা খোঁচা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। বৃহস্পতিবার রাতে একটি টুইটে চিদম্বরম পরিসংখ্যান উল্লেখ করে লিখেছেন, ‘এই পরিসংখ্যানের ভুল উপসংহার হল এই যে, এই প্রকল্প খুব জনপ্রিয়। আসলে ব্যাপারটা হল, কাজের এমনই আকাল পড়েছে যে, দেশের যুব সমাজ বেপরোয়া হয়ে একটা কাজ চাইছে।’
এমনিতে বেকারত্ব নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ নতুন নয়। কোভিড পর্বে অর্থনৈতিক অধোগতির সময়ে তা আরও প্রকট হয়েছে। অনেকের মতে, দেশে এত কোটি কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন তাই ধারণার মধ্যে ছিল না। কাজের অবস্থা কতটা প্রকট তা দেখা গিয়েছিল লকডাউন শুরুর পর্বে। অনেকের মতে, অগ্নিপথে আবেদনের হিড়িককে বিজেপি যখন প্রকল্পের সাফল্য বলে তুলে ধরতে চাইছে তখন চিদম্বরম বোঝাতে চাইলেন, এই পরিসংখ্যান বেকারত্বকেই বেআব্রু করে দিয়েছে দেশের যুব সমাজের সামনে।