জন্মিলে মরিতে হবে। অমর কেউ না। দু’টো দিনের জীবন। সেই জীবনের শেষে অর্থাৎ তার মৃত্যুর পর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দানের সিদ্ধান্ত নজির কাড়ে বারবারই। তেমনই আবারও কলকাতায় ফের অঙ্গদানের নজির তৈরি হতে চলেছে। ব্রেন ডেথ হয়ে যাওয়া রোগীর হার্ট-কিডনি-লিভারে জীবনের আলো দেখবে চার জন। অ্যাপোলো হাসপাতালে এতদিন যমে মানুষে টানাটানি চলছিল। তবে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার জীবনের আলো নিভে গেছে ব্যারাকপুর পুর এলাকার বাসিন্দা ৪৯ বছরের এক ব্যক্তির। তাঁর পরিবার অঙ্গদান করার সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির হার্ট আরএন টেগোর হাসপাতাল, একটি কিডনি এসএসকেএম ও আরেকটি কিডনি ও লিভার অ্যাপোলো হাসপাতালে প্রতিস্থাপন করা হবে।
তিনদিন আগে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্যারাকপুর পুর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। শেষে ব্রেন ডেথ ঘোষণা করেন ডাক্তারবাবুরা। এর পরেই ওই ব্যক্তির পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেন। অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির পরিবার অঙ্গদানে রাজি হওয়ার পরে স্বাস্থ্যদফতরের সঙ্গে যোগাযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। রিজিওনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (রোটো)-এর বিশেষজ্ঞের দল আসেন অ্যাপোলোতে। তরুণের কোন কোন অঙ্গ প্রতিস্থাপনের যোগ্য তা পরীক্ষা করে দেখা যায়। পাশাপাশি, অঙ্গগ্রহীতার খোঁজও চলে। শহরের কোন কোন হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন করা যাবে তাও খতিয়ে দেখে ওই বিশেষজ্ঞের দল।