বড়সড় বিপাকে পড়ল গেরুয়াশিবির। এবার
অমরাবতীর রসায়নবিদ উমেশ প্রহ্লাদ রাও কোলহের খুনের মূলচক্রী ইরফান খানের সঙ্গে নাম জড়াল বিজেপিঘনিষ্ঠ নির্দল সাংসদ-বিধায়ক দম্পতি রবি রানা ও নবনীত রানার। ২০১৯ সালের লোকসভা ও বিধানসভা ভোটে রানা দম্পতির যুবা স্বাভিমান পার্টির হয়ে ফেসবুকে ভোট চেয়ে প্রচার চালিয়েছিলেন ইরফান। শুধু তাই নয়, ময়দানে নেমেও বাড়ি-বাড়ি গিয়ে নবনীত রানার জন্য ভোটও চেয়েছিলেন। আর ওই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল শোরগোল।
উল্লেখ্য, বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করায় গত ২১ জুন অমরাবতীতে কুপিয়ে খুন করা হয় ৫৪ বছর বয়সী রসায়নবিদকে উমেশ প্রহ্লাদরাও কোলহেকে। ওই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চালানো ৩২ বছরের ইরফান খানের নাম। ঘটনার তদন্তের দায়িত্ব নিয়ে এখনও পর্যন্ত মোট ছয় জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তদন্ত করতে গিয়েই কার্যত কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েছে। রসায়নবিদের খুনের ঘটনার পিছনে মূল অভিযুক্তের সঙ্গে স্থানীয় সাংসদ-বিধায়ক দম্পতির সম্পর্ক থাকার বিষয়টির রহস্য ঘনীভূত হয়েছে। কীভাবে ইরফান খান লোকসভা ভোটের সময়ে ফেসবুকে সাংসদ নবনীত রানার হয়ে লাগাতার প্রচার চালিয়েছিলেন, সেই তথ্য এনআইএ আধিকারিকদের হাতে পৌঁছেছে। ফলত স্বাভাবিকভাবেই প্রবল চাপে পদ্ম-নেতৃত্ব।