শ্মশান সংলগ্ন এলাকায় স্টল নির্মাণে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে শিশির অধিকারীর ছেলে তথা তৎকালীন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে৷ বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ শে জুন কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ গ্রেফতার করা হয় ঠিকাদার সতিনাথ দাস অধিকারী ও কাঁথি পুরসভার সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে৷
এরপরই সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার করতে জোরদার তদন্ত শুরু করে পুলিশ৷ তদন্তকারীদের অভিযোগ, ঘটনার পর থেকে বেপাত্তা সৌমেন্দু অধিকারী৷ শুধু তাই নয় আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে আগাম জামিন জন্য আপিলও করেছেন তিনি৷ তাঁর খোঁজে তদন্ত চালাচ্ছে কাঁথি থানার পুলিশ৷
অন্যদিকে, পুনরায় বৃহস্পতিবার পুরসভার ঠিকাদার ও সহকারি ইঞ্জিনিয়ার কাঁথি আদালতে হাজির করে পুলিশ। কাঁথি আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উমা বন্দ্যোপাধ্যায় সিংহ রায়ের এজলাসে মামলা ওঠে৷ কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে পুনরায় হেফাজতে চেয়ে আপিল করে। ছয় জন আইনজীবীদের দীর্ঘ পুলিশ হেফাজতের বিরোধিতা করেন।
আইনজীবীদের বক্তব্য শোনার পর কিছুটা সময় রায়দান স্থগিত রাখেন বিচারক৷ এরপর বিচারক কাঁথি পুরসভা সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে ৫ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। পুরসভার ঠিকাদার সতীনাথ দাস অধিকারীকে ২ হাজার টাকা বণ্ডে জামিনে মুক্তি দেন। তাছাড়াও কিছু শর্ত দেয় আদালত। সপ্তাহে একবার করে কাঁথি থানায় হাজিরা দিতে হবে বলে জানান।