ফের বেলাগাম দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজভবনে নালিশ জানিয়েছে তৃণমূল। রাজ্যপালকে এ নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। তৃণমূল প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে দিলীপ ঘোষকে নিঃশর্তে ক্ষমা চাওয়া, গ্রেপ্তারির দাবিতে সরব হয়। তা নিয়ে এদিন সন্ধ্যায় ফেসবুক পোস্ট করে কার্যত চ্যালেঞ্জ করে দিলীপ জানান, “দম থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখাক তৃণমূল।” অবিলম্বেই তার পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ।
কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষ নিজের দর বাড়ানোর জন্য বলছেন এসব। ওঁকে কেন আমরা গ্রেপ্তার করার দাবি জানাব? গ্রেফতারি বাদ দিন, আমরা চাই, রাজ্যপাল দিলীপবাবুকে নিল ডাউন করিয়ে রাখুন রাজভবনের গেটের সামনে। কিছুক্ষণ উনি নিল ডাউন হয়ে থাকুন।” প্রসঙ্গত, বৃহস্পতিবার দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানাতে রাজভবনে গিয়েছিল তৃণমূলের সাত সদস্যের প্রতিনিধিদল। সেখানে রাজ্যপালের কাছে ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজারা আবেদন করেন, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিন। তাঁদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।