রীতিমতো ঘুম ছুটেছে পুলিশ-প্রশাসনের। গত রবিবার ভোরে কালীঘাটের ঘটনায় সৃষ্টি হয়েছে শোরগোল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে লুকিয়ে ঢুকে পড়েছিল এক ব্যক্তি। তারপর কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশ পদস্থ কর্তারা রবিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। খতিয়ে দেখা হয় নিরাপত্তা ব্যবস্থা। উল্লেখ্য, পুলিশের তরফে রবিবার জানানো হয়েছিল, ওই ব্যক্তি সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে লুকিয়েছিল। কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে নিরাপত্তা ব্যবস্থায় এমন গাফিলতি, তা নিয়েই এবার নড়েচড়ে বসল নবান্ন।
উল্লেখ্য, এই নিয়ে সোমবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসা হয়। নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে এমনটাই। সোমবারের ওই বৈঠকে মুখ্যসচিব ছাড়াও রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, কলকাতার পুলিশের সিপি ও ডিরেক্টর অফ সিকিউরিটি বিবেক সহায়। কারা কারা ওইদিন মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে ওই চত্বরে একজন অপরিচিত ব্যক্তি সেখানে প্রবেশ করল এবং আর কী কী উপায়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো যেতে পারে, তা নিয়েই বিশদে আলোচনা করতে সোমবার এই উচ্চ পর্যায়ের বৈঠকে বসা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।