চলতি মাসেই রাষ্ট্রপতি নির্বাচন। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। তার আগেই বিরোধী শিবিরের যশবন্ত সিনহা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এনডিএ শিবিরের রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর দিকে। টুইটে লিখলেন, ‘নিরপেক্ষভাবে সংবিধান রক্ষা করতে হবে, রবার স্ট্যাম্প হয়ে নয়’।
এদিন একটি টুইট করেন যশবন্ত। সেখানে তিনি লেখেন, ‘দেশের মানুষের উন্নততর ভবিষ্যতের জন্য একজন রাষ্ট্রপতির উচিত সচেতনভাবে কাজ করা।’ এখানেই শেষ নয়। উল্লেখ্য, যশবন্ত সিনহা বলেছেন, বিপক্ষের প্রার্থী দ্রৌপদী মুদ্মপর জন্য তাঁর ব্যক্তিগত শ্রদ্ধা অগাধ। তাঁর টুইটে আরও এগিয়ে লেখা রয়েছে, ‘আমি অঙ্গীকার করি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হই তাহলে নিরপেক্ষভাবে সংবিধানকে রক্ষা করব।সরকারের রবার স্ট্যাম্প হয়ে নয়।’ এরপরই তিনি এই একই অঙ্গীকার করার জন্য আহ্বান জানান বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুকে’।
প্রসঙ্গত সিজেআই রামানা সদ্য বলেছেন, ‘ বিচার ব্যবস্থা সংবিধানকে আর শুধুমাত্র সংবিধানকে জবাবদিহি করতে বাধ্য।’ সেই বক্তব্যকে সামনে রেখে যশবন্ত নিজের অবস্থান আরও স্পষ্ট করে দেন।উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ১৮ জুলাই কার্যত জোরদার টক্কর হবে বলে মনে করা হচ্ছে। বিরোধীদের প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এককালের আইএএস অফিসার যশবন্ত সিনহাকে টক্কর দিতে প্রাক্তন রাজ্যপাল তথা দলিত প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে বেছে নিয়েছে বিজেপি।