এবার নারী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। সেখানে আদিবাসী মহিলার গায়ে আগুন লাগিয়ে দিল তিনজন। শুধু তাই নয়, ঘটনার ভিডিয়ো-ও করল অভিযুক্তরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যা। বর্বরতার সাক্ষী মধ্যপ্রদেশ গুনা। মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ২জন। পলাতক আরও এক।
জানা গিয়েছে, ওই আদিবাসী মহিলা মধ্যপ্রদেশের গুনার ধানোরিয়ার বাসিন্দা। শনিবার বিকেলে কাজ সেরে বাড়ি ফিরে কার্যত হতচকিত হয়ে যান মহিলার স্বামী। তিনি দেখেন, অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। জ্বালা যন্ত্রণায় কার্যত ছটফট করছেন।
এরপরই মহিলার স্বামী জানতে পারেন, প্রতাপ, শ্যাম কিরার এবং হনুমত নামে তিনজন তাঁদের বাড়িতে এসেছিল। স্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। মহিলার কাতর আর্তিতেও মন গলেনি অভিযুক্তদের। পরিবর্তে ঘটনার ভিডিয়ো করে তারা। হৃদয়বিদারক এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
মহিলাকে উদ্ধার করে ভোপালের হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আপাতত হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা। অগ্নিদগ্ধ মহিলার স্বামী এই ঘটনায় বামোরি থানায় অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, গত মে মাসে একটি জমির মালিকানা পান তাঁরা। প্রতাপ, শ্যাম কিরার এবং হনুমত ওই জমিটি দখল করার চেষ্টা করে। তবে তাদের বারবার বাধা দেন দম্পতি। তা নিয়ে অশান্তি চলছিলই। আর সেই আক্রোশের বশে মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তরা। পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে। তবে একজন পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।