কেন্দ্রীয় সরকারের দুই দফতরের মধ্যে দড়ি টানাটানি। ফের সমস্যায় ধর্মতলা-জোকা অংশের কাজ। ধর্মতলা চত্বরে কাজ করতে লিজ বাবদ অর্থ দাবি।বিধান চন্দ্র রায় মার্কেটের পুনর্বাসন নিয়েও সমস্যা। ফলে এসপ্ল্যানেড চত্বরে কাজ নিয়ে সমস্যায় মেট্রো রেল। ইতিমধ্যে বৈঠক করেছেন প্রতিরক্ষা সচিব, মুখ্যসচিব-সহ মেট্রো ও রাজ্যের শীর্ষ কর্তারা।রেলের আবেদন প্রতিরক্ষা দফতরের কাছে, অর্থ মকুব করা হোক। সে নিয়েই চিন্তা ভাবনা চলছে।
এ দিকে, জোকা- বিবাদী বাগ রুটে মেট্রোর কাজের জন্য সরিয়ে দেওয়া হতে পারে ধর্মতলার ময়দান মার্কেট ৷ যার পোশাকি নাম বিধান মার্কেট ৷ রাজ্য সরকারকে এমনই প্রস্তাব দিয়েছিল মেট্রো রেল৷ মূলত ক্রীড়া সরঞ্জাম বিক্রির জন্যই বিখ্যাত এই বাজার৷ জোকা- বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ নিয়ে একাধিকবার মুখ্যসচিব এইচকে দ্বিবেদীর সঙ্গে বৈঠকে বসে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ পাশাপাশি পরিবহণ দফতর এবং পূর্ব রেলের কর্তারাও বৈঠকে হাজির ছিলেন একাধিক বার৷ জোকা বিবাদী রুটে মোমিনপুর থেকে মাটির নীচে ঢুকে পড়বে মেট্রো রেল৷ ধর্মতলা অঞ্চলে সুড়ঙ্গ তৈরির কাজের জন্য ময়দান মার্কেট সরিয়ে ফেলতে হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ৷ কারণ সুড়ঙ্গ তৈরির সময় কোনওরকম ঝুঁকি নিতে চায় না তাঁরা৷
সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষের এই প্রস্তাবে প্রাথমিক ভাবে সায় দিয়েছে রাজ্য সরকার৷ সেক্ষেত্রে ময়দান মার্কেটকে সরাতে হলে অস্থায়ী ভাবে কার্জন পার্কের পাশে ব্যবসায়ীদের জায়গা করে দেওয়া হতে পারে বলে খবর৷ সিদ্ধান্ত হয়েছে, পুলিশকে সঙ্গে নিয়ে প্রশাসনিক কর্তারা ওই এলাকা পরিদর্শনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ পাশাপাশি পুনর্বাসন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করা হবে৷ এ ছাড়াও মেট্রো রেলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, ময়দান এলাকায় প্রেস ক্লাবের পাশে থাকা পুকুরটিও জলশূন্য করতে হবে৷ এ ছাড়াও ওই এলাকায় থাকা রাজস্থান ক্লাবটিও সরিয়ে ফেলতে হবে বলে মেট্রো রেলের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে৷
জমি জটে দীর্ঘদিন আটকে ছিল জোকা- বিবাদী বাগ মেট্রো রুটের কাজ৷ সেই জট কাটিয়ে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে৷ পরবর্তী পর্যায়ে বিবাদী বাগ পর্যন্ত অংশের কাজও দ্রুত শেষ করাই মেট্রো রেল এবং রাজ্য প্রশাসনর মূল লক্ষ্য৷ ফলে সব পক্ষই নিজেদের মধ্যে সমন্বয় রেখে এগতে চাইছে৷ এই অবস্থায় এসপ্ল্যানেড চত্বরে এই কাজ করতে লিজ বাবদ অর্থ চেয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। যদিও তা দিতে রাজি নয় মেট্রো।