কড়া পদক্ষেপ নিল উইম্বলডন কর্তৃপক্ষ। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ১০ হাজার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৯ লক্ষ টাকা) ডলার জরিমানা হল অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড় নিক কিরিয়সের। এ বারের উইম্বলডনে এখনও পর্যন্ত এটাই সব থেকে বড় অঙ্কের জরিমানা। প্রথম রাউন্ডে ব্রিটেনের পল জাবের বিরুদ্ধে জিতলেও এক দর্শকের দিকে থুতু ছেটানোর অভিযোগ ওঠে কিরিয়সের বিরুদ্ধে। নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি। যদিও তাঁর দাবি, ওই দর্শক তাঁকে হেনস্থা করেন। বিরক্ত হয়েই তিনি থুতু ছেটান। নিজের অন্যায়ের জন্য ক্ষমা চেয়েছেন কিরিয়স। তাতেও জরিমানার শাস্তি থেকে রেহাই পেলেন না তিনি
প্রসঙ্গত, উইম্বলডনের প্রথম রাউন্ডের ম্যাচের ওই ঘটনা নিয়ে কিরিয়স বলেছেন, “দর্শকদের আমি কিছুই বলি না। তারা কিছু বললে হয়তো উত্তর দিতে হয়। কিন্তু কখনও আণি শুরু করি না। এই ধরনের মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করি। কিছু মানুষ আমাকে অপমান, অসম্মান করার চেষ্টা করেন। নিশ্চিত ভাবেই নিজের সমর্থকদের সঙ্গে এমন আচরণ করব না।” তিনি আরও বলেছেন, “ম্যাচ শেষ হওয়ার পর আমি ওই দর্শকের দিকে তাকাই। অনেকক্ষণ ধরে অপমানজনক মন্তব্য করছিলেন। আমার সম্পর্কে নানা খারাপ কথা বলছিলেন। ওঁর প্রতি অবশ্য আমার কোনও ঘৃণা নেই।”