মোদী জমানায় দেশের অর্থনৈতিক অবস্থা কার্যত তথৈবচ। এবার ফের পড়ে গেল টাকার দাম। শুক্রবার, সপ্তাহের শেষ বেচা-কেনার দিনের শুরুতে ডলার প্রতি টাকার দাম কমে ৭৯.০৭ হয়ে গিয়েছে। বুধবার মার্কিন ডলারের নিরিখে মূল্য ছিল ৭৮.৯৬। আবার বৃহস্পতিবার মূল্য ছিল ৭৮.৯৮ টাকা। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গে মার্কিন ডলারের নেপথ্যে টাকার মূল্যে পাঁচ পয়সা পড়ে যায়।
বাজার খোলার সঙ্গে সঙ্গে মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য হয় ৭৯.১১ টাকা হয়। পরে একটু দাম বেড়ে হয় ৭৯.০৭ টাকা। কোয়ান্টইকো রিসার্চের বিশেষজ্ঞরা বলেন, আন্তর্জাতিক কারণের পাশাপাশি দেশের আভ্যন্তরীণ কিছু সমস্যার জন্য টাকার দামের পতন হচ্ছে। এই পতন অব্যাহত থাকবে বলেই তাঁরা মনে করছেন। ২০২৩ আর্থিক বর্ষ শেষ হওয়ার আগেই ডলার প্রতি ভারতীয় মুদ্রার মূল্য ৮১ টাকা ছোঁবে বলে তাঁরা আশঙ্কা করছেন।
Read: মহারাষ্ট্রে মহা সংকটের মধ্যেই বারবার আয়কর নোটিস পাওয়ারকে – বিরোধীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা?
Tweet: মহারাষ্ট্রে মহা সংকটের মধ্যেই বারবার আয়কর নোটিস পাওয়ারকে – বিরোধীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা?
Inflection