বিরোধীদের দমিয়ে দিতে এজেন্সি লেলিয়ে দেয় কেন্দ্র। বারবারই এই অভিযোগ ওঠে মোদী সরকারের বিরুদ্ধে। যেমন সম্প্রতি মহারাষ্ট্রে রাজনৈতিক ডামাডোলের মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নোটিস ধরায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে। রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারবেন না, জানান ইডি-কে। এবার এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানালেন, এই সংকট কালে তাঁকেও বেশ কয়েকবার নোটিস পাঠিয়েছে আয়কর দফতর।
পাওয়ার জানান, ২০০৪, ২০০৯, ২০১৯ – এর লোকসভা এবং ২০২০- র রাজ্যসভা ভোটে নির্বাচন কমিশনের কাছে তিনি যে সম্পত্তির খতিয়ান হলফনামায় পেশ করেছিলেন সেই সব সম্পত্তির বিষয়ে জানতে চেয়েছে আয়কর দফতর। এর পরই পাওয়ারের সংযোজন, কেন্দ্রীয় এজেন্সিকে সরকার ভাঙার জন্য কাজে লাগানো হয়েছে। বিশেষ করে ইডি এই ব্যাপারে বড় ভূমিকা নিয়েছে।
Read: অবশেষে রাজ্যে ইনিংস শুরুর পথে বর্ষা – রথের দিনেই ভিজতে পারে একাধিক জেলা
Tweet: অবশেষে রাজ্যে ইনিংস শুরুর পথে বর্ষা – রথের দিনেই ভিজতে পারে একাধিক জেলা
Maharashtra Crisis