একনাথ শিন্ডের নেতৃত্বে একঝাঁক বিধায়কের বিদ্রোহের কারণে মহারাষ্ট্রের গদি হারাতে হয়েছে তাদের। কিন্তু তার পরও ময়দান না ছেড়ে লড়াই জারি রাখছে উদ্ধব শিবির। এবার যেমন মুখ্যমন্ত্রী হিসাবে একনাথ শিন্ডের শপথগ্রহণের পরই সুপ্রিম কোর্টে গেল তারা।
বিধায়ক পদ খারিজের মামলায় চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত শিন্ডে-সহ ১৬ জন বিদ্রোহীকে বিধানসভা থেকে নিলম্বিত (সাসপেনশন) করার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন শিবসেনার মুখ্য সচেতক সুনীল প্রভু। শিন্ডেরা যাতে বিধানসভায় ঢুকতে না পারেন, সে নিয়ে নির্দেশিকা জারিরও আবেদন জানিয়েছেন শিবসেনার মুখ্য সচতেক। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জেবি পড়িয়ালার অবকাশকালীন বেঞ্চে এই আর্জির শুনানি হবে আগামী ১১ জুলাই।
Read: মোদী জমানায় পতন জারি – এবার ডলারের তুলনায় ফের পড়ল টাকার দাম
Tweet: মোদী জমানায় পতন জারি – এবার ডলারের তুলনায় ফের পড়ল টাকার দাম
Maharashtra Crisis