তিনিই মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হবেন। এমনটাই ঠিক ছিল প্রথমে। কিন্তু আচমকাই দেবেন্দ্র ফডনবিশ ঘোষণা করেন, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন। বুধবার সন্ধেয় ফডনবিশের এই ঘোষণায় রাজনৈতিক মহল যতটা না অবাক হয়েছিল, তার চেয়েও বোধ হয় বেশি অবাক হয়েছিল তাঁকে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে দেখে। কারম শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত ঘোষণার সময়ই ফডনবিশ ঘোষণা করে দিয়েছিলেন তিনি নতুন সরকারের অংশ হবেন না। অর্থাৎ মন্ত্রিসভার সদস্য হবেন না। বস্তুত পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকার পর উপমুখ্যমন্ত্রীর পদে বসাটা তাঁর পক্ষে অসম্মানজনকই বটে।
কিন্তু এরপরই আসরে নামে দিল্লী। খোদ জেপি নাড্ডা ফডনবিশক উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার নির্দেশ দেন। দিল্লীর নির্দেশে একপ্রকার বাধ্য হয়েই নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন মহারাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী বিজেপি নেতা। অনিচ্ছা সত্ত্বেও দেবেন্দ্রর এই ডেপুটি অবতারকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। খোদ এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ফডনবিশকে কটাক্ষ করে বলেছেন, ‘আমার মনে হয় না ফডনবিশ খুশি মনে ডেপুটির পদ গ্রহণ করেছে। ওঁর চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু ও নাগপুরে ছিল। একজন স্বয়ংসেবক হিসাবে ও নির্দেশ পালন করেছে।’