আজ ১লা জুলাই। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। শুক্রবার বিধানচন্দ্রের ভূয়সী প্রশংসা করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিধানচন্দ্রের জন্মদিনেও বিরোধীদের অনুপস্থিতি নিয়েও সরব হন তিনি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় ও বিশিষ্ট রাজনীতিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তুলনাও টেনে আনেন তিনি। শ্যামাপ্রসাদের সঙ্গে বিধান চন্দ্র রায়কে এক করে ফেলছেন বিরোধীরা। এমনই দাবি করেন বিমান।
বিধানসভার অধ্যক্ষ জানিয়ছেন, “বিধান রায়ের উচ্চতা ওরা বুঝতে পারছে না। বিধান রায় আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এক করা ঠিক নয়।” অতীতে এই ধরনের অনুষ্ঠানে বিরোধীরা থাকতেন বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, হয়ত শ্যামাপ্রসাদ দিন ওঁরা থাকবেন। স্পিকার আরও বলেন, “বিধান রায় বিধান রায়ই। তাঁর যে উচ্চতা তার সঙ্গে কি শ্যামাপ্রসাদের তুলনা চলে? আমি রাজনীতির কথা বলছি না। শ্যামাপ্রসাদের ভূমিকা সকলেই জানেন।” পাশাপাশি তিনি জানান, বিধান রায়ের বক্তৃতার সংকলন হবে। সেই কাজ প্রায় শেষ। বিধানসভার মিউজিয়াম তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন বিমান। সেখানেই সেই সংকলন রাখা হবে বলে জানা গিয়েছে।