সময়ের আগে বর্ষা ঢুকেছে পাহাড়ে। অন্যদিকে সময় পেরিয়ে যাচ্ছে সমতলে এখনও খটখটে। তবে এতদিন অবধি তাই ছিল। আজ শুক্রবার রথের দিন থেকে হয়ত দক্ষিণবঙ্গে বর্ষার ইনিংস শুরু হবে। ভিজবে বেশ কয়েকটি জেলা। এই বছর রাজ্যে আগাম প্রবেশ করলেও এখনও পর্যন্ত এর প্রভাবে কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়ে চলেছে। শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে লাগাতার। অবশেষে রাজ্যজুড়ে জমিয়ে ব্যাটিং করতে চলেছে বর্ষা। এই বছর রাজ্যে আগাম প্রবেশ করলেও এখনও পর্যন্ত এর প্রভাবে কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়ে চলেছে। বৃষ্টি না আসায় ইলিশও তেমন দেখা দেয়নি সাগরে। তাই সেই সুখ থেকেও মোটের ওপর বঞ্চিতই রয়েছে বাঙালি এই মরশুমে। তবে এবার বদলাতে চলেছে আবহাওয়া। উত্তরে বৃষ্টি কমলেও এবার বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন সকাল থেকে আকাশে মেঘ থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। হাওয়া অফিসের মতে, আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়া। সেইমতো আজ রথযাত্রার দিনেই বর্ষা নতুন ও ঝোড়ো ইনিংস শুরু করতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে।
তবে টি-টোয়েন্টির মেজাজে নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এদিকে গতকাল ৩০ জুন দেশের রাজধানী দিল্লিতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। সম্পূর্ণ দিল্লী এলাকা এবং আংশিকভাবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে মৌসুমী বায়ু অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ের বাকি অংশেও মৌসুমী বায়ু ঢুকে পড়বে। মৌসব ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে রাজ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতেই মূলত মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা বেশি কোথাও নেই। হালকা থেকে মাঝারি কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির আপাতত সম্ভাবনা। আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে থাকবে না।
Read: বাসের ভিতরেই আস্ত হাসপাতাল! – এবার দুয়ারে দাঁতের চিকিৎসা পাবে রাজ্যবাসী
Tweet: বাসের ভিতরেই আস্ত হাসপাতাল! – এবার দুয়ারে দাঁতের চিকিৎসা পাবে রাজ্যবাসী
Monsoon