তাঁকে বারংবার ব্ল্যাকমেল করে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন সুদীপ্ত সেন। একবার নয়, পরপর দু’বার সারদা কর্তার মুখে শোনা গিয়েছে বিরোধী দলনেতার নাম। শুধু শুভেন্দু নয়, তাঁর ভাই সৌমেন্দুর বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ সামনে এনেছেন তিনি। শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল। আর এবার সেই ইস্যুতে রাজ্যপালকে নিশানা করল শাসক দল। শুক্রবার তৃণমূলের মুখপত্রে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে। পাশাপাশি, রাজভবনকে বিজেপির সদর দফতর হিসেবে কটাক্ষ করেছে তৃণমূল।
শুক্রবার তৃণমূলের মুখপত্রে শুভেন্দুকে বিজেপি-আশ্রিত অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। তৃণমূলের তরফে দাবি, ‘বিজেপি-আশ্রিত অভিযুক্ত’দের অবিলম্বে শাস্তি দিতে হবে। বিজেপিতে থাকলে, সেই সব অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলেই অভিযোগ জানানো হয়েছে। সেই সঙ্গে রাজ্যপালকেও আক্রমণ করা হয়েছে তৃণমূলের তরফে। উল্লেখ্য, প্রথমে এমএলএ-এমপি আদালতে সুদীপ্ত সেন দাবি করেছিলেন, শুভেন্দু তাঁর কাছ থেকে অনেক টাকাই নিয়েছেন, অনেকবারই টাকা নিয়েছেন। সমস্ত তথ্য চিঠিতে দিয়েছেন বলেও জানান। বৃহস্পতিবারও আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, কাঁথি পুরসভা এলাকায় একটি নির্মাণের জন্যও তাঁকে প্রায় ৯০ লক্ষ টাকা দিতে হয়েছিল। বিভিন্ন সময় তাঁকে শুভেন্দু অধিকারী ‘ম্যানুপুলেট’ করেছেন বলেও দাবি করেছেন সুদীপ্ত। সৌমেন্দু অধিকারীর নামও শোনা গিয়েছে তাঁর গলায়। এরপরই শাসক দলের মুখপত্রে দেখা গেল এমন ছবি।
Read: তন্ময়কে সরাতেই প্রকাশ্যে সিপিএমের অন্তর্কলহ – আলিমুদ্দিনের বিরুদ্ধে উঠল পরিবারতন্ত্রের অভিযোগও
Tweet: তন্ময়কে সরাতেই প্রকাশ্যে সিপিএমের অন্তর্কলহ – আলিমুদ্দিনের বিরুদ্ধে উঠল পরিবারতন্ত্রের অভিযোগও
tmc