কানহাইয়ালাল হত্যাকাণ্ড নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকেই গোটা শহরে কার্ফু জারি করে রেখেছে প্রশাসন। তারই মধ্যে বৃহস্পতিবার গেরুয়া বাহিনীর মৌন মিছিলকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল উদয়পুরে। এদিন একাধিক হিন্দুত্ববাদী সংগঠন উদয়পুরে কানহাইয়ালাল হত্যার প্রতিবাদে মৌন মিছিলের ডাক দিয়েছিল।
হাজার খানেক মানুষ সেই মিছিল নিয়ে হেঁটে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই মৌনতা ভেঙে যায়। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। সঙ্গে সঙ্গে বিরাট পরিমাণ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই প্রসঙ্গে উদয়পুর পুলিশ জানিয়েছে, উত্তেজনা তৈরি হয়েছিল বটে। তবে তা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে এই প্রশ্ন উঠছে, যেখানে গোটা শহরে কার্ফু জারি করে রেখেছে প্রশাসন সেখানে এই মিছিল শুরু করার অনুমতি দিল কীভাবে পুলিশ?