অবশেষে রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল নিখোঁজ তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ সাঁইয়ের মৃতদেহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে গিয়ে নিরুদ্দেশ হয়েছিলেন বর্ষীয়ান রবীন্দ্রনাথবাবু। অবশেষে তাঁর দেহ উদ্ধার হল রেল লাইনের পাশ থেকে। সোমবার বর্ধমান শহরে মুখ্যমন্ত্রীর সভা ছিল। পরিবারের দাবি, সেই সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ হন ওই তৃণমূল কর্মী। ওই কর্মীকে খুঁজে পেতে পরিবারের লোকেরা স্থানীয় বিধায়ক ও পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অবশেষে উদ্ধার হল তাঁর মৃতদেহ। মঙ্গলবার সন্ধ্যায় গাংপুরে ওই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তি সভা শেষ হওয়ার পর বর্ধমান স্টেশন থেকে ট্রেনে উঠে গাংপুরে নামেন। সেখানে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন দেখেন, গাংপুর স্টেশনে এক বৃদ্ধের পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে। ওই মৃতদেহের পরনের পোশাক দেখে সন্দেহ হয়। পরে খবর পেয়ে তাঁর এক আত্মীয় গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভার দিন তিনি বাসে চড়েই বধর্মানে গিয়েছিলেন। শরীর খারাপের জন্য বেশ কিছুক্ষণ বাসেই বসেছিলেন। কিন্তু সভা শেষ হওয়ার পর দলের কর্মীরা বাসে ফিরে এসে তাঁকে আর খুঁজে পাননি। এর পর তাঁকে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেন তাঁরা। কিন্তু তাঁকে না পেয়ে অবশেষে অন্যান্য কর্মীরা বাড়িতে ফিরে যান। গ্রামে গিয়ে জানা যায়, বাড়ি ফেরেননি রবীন্দ্রনাথ সাঁই। এরপর বিভিন্ন এলাকায় খোঁজ শুরু হয়। আত্মীয়দের বাড়িতেও খবর দেওয়া হয়। কিন্তু কেউই তাঁর খোঁজ দিতে পারেননি। অবেশেষে মঙ্গলবার পাওয়া গেল তাঁর মৃতদেহ।